নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর সবুজবাগে সড়কদ্বীপের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আবদুল্লাহ (২৫) নামে এক চালক নিহত হয়েছেন।
শুক্রবার দিনগত রাতে সবুজবাগের বাসাবো বৌদ্ধমন্দির সংলগ্ন বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
টাঙ্গাইলের সদরের বাসিন্দা নিহত আবদুল্লাহ থাকতেন রাজধানীর যাত্রাবাড়ী এলাকায়। তারা বাবার নাম হজরত মাস্টার।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম জানান, রাতে নিজের অটোরিকশা চালিয়ে বাসায় ফিরছিলেন আবদুল্লাহ। পথে ওই এলাকায় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কদ্বীপের সঙ্গে ধাক্কা খায়। এতে গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়।
সেখানে চিকিৎসাধীন থেকে শনিবার সকালে নিউরোসার্জারি বিভাগে আবদুল্লাহর মৃত্যু হয়। নিহতের মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
দৈনিক দেশজনতা/ টি এইচ