স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপে সর্বোচ্চ গোল স্কোরার মিরোস্লাভ ক্লোসা। জার্মানি জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ডও তার। ৩৯ বছর বয়সী এই স্ট্রাইকার পেশাদার ফুটবল থেকে অবসর নিয়েছেন আগেই। বর্তমানে তিনি কাজ করছেন জার্মানি জাতীয় দলের কোচ জোয়াকিম লোয়ের সহকারী হিসেবে। তবে নতুন মৌসুমের শুরুতে কোচ হিসেবে সাবেক ক্লাব বায়ার্ন মিউনিখে যোগ দিতে যাচ্ছেন ক্লোসা। তিনি এই জার্মান জায়ান্টদের অনূর্ধ্ব-১৭ দলের প্রধান কোচ হিসেবে কাজ করবেন।
আন্তর্জাতিক ক্যারিয়ার থেকে ক্লোসা অবসর নিয়েছেন ২০১৪ সালে, বিশ্বকাপ জয়ের এক মাস পরই। আর ইতালিয়ান সিরি ‘এ’ দল লাজিওর হয়ে ২০১৬ সালে পেশাদার ক্যারিয়ারকে বিদায় জানান এই কৃতি ফুটবলার। এরপর লোয়ের আমন্ত্রণে জার্মানি জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করছেন। জুনে শুরু হতে যাওয়া বিশ্বকাপেও এই দায়িত্ব পালন করবেন তিনি। এরপর বায়ার্নের যুব দলের দায়িত্ব নেবেন।
এই দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ক্লোসা জানিয়েছেন কাজ শুরু করার জন্য তার তর সইছে না, ‘আমি খুব আগ্রহ নিয়ে বায়ার্নের যুব প্রক্রিয়ায় কাজ করতে অপেক্ষা করছি। এই তরুণ খেলোয়াড়দের আমার দায়িত্বে দিয়ে যে বিশ্বাস স্থাপন করেছে কর্তৃপক্ষ, আমি তা রক্ষার জন্য সব করব।’ বায়ার্নে ক্লোসার সাবেক সতীর্থ ও ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর হাসান সালিহামিজিক খুশি তিনি এই দায়িত্ব পাওয়ায়, ‘বিশিষ্ট ও সফল খেলোয়াড়দের সাথে ক্লাবের সম্পর্ক তৈরি করা আমাদের দর্শন। আমি আনন্দিত যে মিরো ক্লোসা তার অভিজ্ঞতা আমাদের তরুণ প্রতিভাদের সাথে সহভাগিতা করবেন।’
বায়ার্নের হয়ে ২০০৭ থেকে ২০১১ সালের মধ্যে খেলেছেন ক্লোসা। এসময় তিনি দলের হয়ে দুটি বুন্দেসলিগা ও দুটি ডিএফবি পোকাল ট্রফি জিতেছেন। বিশ্বকাপে ২৪ ম্যাচ খেলে সর্বোচ্চ ১৬ গোল ক্লোসার। জার্মানির হয়ে ১৩৭ ম্যাচ খেলে করেছেন সর্বোচ্চ ৭১ গোল।