১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৭

সোনম কাপুরকে তসলিমা নাসরিনের খোঁচা

বিনোদন ডেস্ক:

গত ৮ মে দীর্ঘদিনের বন্ধু আনন্দ আহুজার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন অভিনেত্রী সোনম কাপুর। বিয়ের পরপরই নিজের পদবি পাল্টে ফেলেন বলিউড অভিনেত্রী। স্বামী আনন্দ আহুজার সঙ্গে মিল রেখে ‘সোনম কাপুর’-এর জায়গায় লিখতে শুরু করেছেন ‘সোনম কে আহুজা’। আর এটা নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে সোনমকে খোঁচা দিলেন তসলিমা নাসরিন।

অনেক সাক্ষাৎকারেই সোনম নারীদের প্রগতি নিয়ে মুখ খুলেছেন। সম্প্রতি তাঁর ‘বীরে দি ওয়েডিং’ এর ট্রেলারে ও দেখা গিয়েছে, মহিলাদের স্বাধীন মানসিকতা নিয়ে সোনমকে কথা বলতে। কিন্তু নিজের নামের শেষে স্বামীর নাম যোগ করায় ক্ষেপেছেন তসলিমা।

টুইটারে তসলিমা নাসরিন প্রশ্ন রেখে বলেন, ‘আনন্দ আহুজার সঙ্গে বিয়ের পর সোনম কাপুর তার নাম পরিবর্তন করে রেখেছেন সোনম কাপুর আহুজা। আনন্দ আহুজা তার পরিবর্তন করে কি আনন্দ আহুজা কাপুর রাখবে?’

লেখিকা আরও বলেন, ‘তারা আধুনিক পোশাক পরিধান করে থাকতে পারেন, স্ক্রিনে আধুনিক সংলাপ বলতে পারেন, কিন্তু বাস্তব জীবনে ফিল্ম ইন্ডাস্ট্রিজের অধিকাংশ মানুষ আধুনিক নন। তারা পিতৃতন্ত্র ও কুসংস্কারে বিশ্বাসী।’

সোনম কেন নিজের পদবি পরিবর্তন করলেন? আর কেন তার স্বামী পরিবর্তন করেননি তার নিজের পদবি? মূলত এই প্রশ্নটি তুলেছেন তসলিমা নাসরিন। যদিও এ নিয়ে এখনো পর্যন্ত কোনও উত্তর আসেনি সোনম কাপুরের পক্ষ থেকে থেকে।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ১২, ২০১৮ ১১:৪৫ পূর্বাহ্ণ