১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৮

আমাকে হত্যা করতে খুনি ভাড়া করেছে একটি দল: মমতা

আন্তর্জাতিক ডেস্ক:

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন, তাকে খুনের ষড়যন্ত্র করছে একটি রাজনৈতিক দল। এজন্য খুনিও ভাড়া করা হয়েছে। তারা বাড়ি রেকি করে গেছে বলে এক টেলিভিশন সাক্ষাৎকারে অভিযোগ করেন মমতা। তিনি রাজনৈতিক দলটির নাম বলেননি।

খবর ডেক্কান হেরাল্ডের একটি বেসরকারি টিভি চ্যানেল জি২৪কে সরাসরি দেওয়া সাক্ষাৎকারে মমতা বলেন, ওই খুনিরা কালীঘাটে তার বাড়ি-ঘর রেকি করে গেছে। পুলিশ তাকে পরামর্শও দিয়েছে আপাতত সুরক্ষার জন্য কালীঘাটের ওই বাড়ি ছেড়ে অন্যত্র থাকতে। কিন্তু তিনি সাধারণ মানুষ এবং তাই সাধারণের সঙ্গে মিশেই থাকতে চান। আগেও অনেকবার খুনের চেষ্টা করেছিল অনেকে।

এ সময় মমতা আরো বলেন, আমি যেহেতু স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে আছি, তাই এই পরিকল্পনার কথা জানতে পেরেছি। কয়েক কোটি টাকা খরচ করে আমাকে মারার সুপারি দেওয়া হয়েছে। কিন্তু আমি মৃত্যুকে ভয় পাই না। যারা মৃত্যুকে ভয় পায় তারা কাপুরুষ। আমি রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আমার মৃত্যুর পর কে দল চালাবে তাও নির্ধারণ করে রেখেছি যাতে আমার রাজনৈতিক দল কোনো সংকটে না পড়ে।

প্রকাশ :মে ১২, ২০১৮ ৯:৪১ পূর্বাহ্ণ