১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:২০

নারায়ণগঞ্জে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার: আটক ৩

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে বেশ কয়েকটি রকেট লঞ্চার, অর্ধশতাধিক রাইফেল ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে রূপগঞ্জ উপজেলার পূর্বাচল ৫ নম্বর সেক্টর থেকে এ সব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে আটক করা হয়।   নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান (প্রশাসন) জানান, বৃহস্পতিবার রাত থেকে অভিযান শুরু করা হয়। শুক্রবার সকাল পর্যন্ত বেশ কয়েকটি রকেট লঞ্চার, অর্ধশতাধিক রাইফেল ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। অভিযান এখনো চলছে। পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ২, ২০১৭ ৯:৪৬ পূর্বাহ্ণ