১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৫৯

ঝিনাইদহে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১, আহত ২০

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহ কোটচাঁদপুরে একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে রেজাউল ইসলাম (৫৫) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জন।  শুক্রবার দুপুরে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের নওদাগা কাশিপুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেজাউল ইসলাম মহেশপুর উপজেলার বলবেটে গ্রামের বাসিন্দা। স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এদের মধ্যে ৬ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের যশোর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি যশোর বাস টার্মিনাল থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে কোটচাঁদপুর কাশিপুর নামক স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় হতাহতের ঘটনা ঘটে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ১১, ২০১৮ ৮:৪১ অপরাহ্ণ