১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৩

ভয় পেয়ে গাজীপুরের নির্বাচন স্থগিত করেছে সরকার : খন্দকার মোশারফ

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন,গাজীপুরের নির্বাচনে জনজোয়ার দেখে সরকার রিট করে স্থগিত করেছে। এই সরকার মনে করেছিল খালেদা জিয়া কারাগারে, কোনোরকম নির্বাচন করে পার পেয়ে যাবে। কিন্তু যেই জনজোয়ার তা দেখে তারা ভয় পেয়ে আদালতের মাধ্যমে নির্বাচন স্থগিত করেছে।

শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে সম্মিলিত ছাত্র ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। খন্দকার মোশাররফ বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য শেখ হাসিনা খালেদা জিয়াকে মাইনাস করতে চাচ্ছে।

মোশাররফ হোসেন বলেন, এখন আবার বলা হচ্ছে রমজানের পরে নির্বাচন করা হবে। গাজীপুরে আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে হয়রানি করা হচ্ছে। যারা এজেন্ট হবেন তাদেরকে ধমক দেওয়া হচ্ছে। পুলিশ তাদেরকে নিয়ে ধমকাচ্ছে। খুলনায় আমরা দেখেছি, আওয়ামীলীগ সেখানে মনের মতো ভোট পাচ্ছেনা। সেখানে কর্মী নেই তাদের। বর্তমানে প্রশাসন ও পুলিশ নৌকার পক্ষে ভোট করছে। এই অবস্থা বাংলাদেশের জনগণ সহ্য করবেনা ।

প্রধানমন্ত্রী ও অাওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে খন্দকার বিএনপির এই নেতা বলেন, আজকে আপনাকে দিয়ে যে শক্তি খালেদা জিয়াকে মাইনাস করতে চায় । যেদিন খালেদা জিয়া মাইনাস হবে তার বেশিক্ষণ লাগবে না, মুহূর্তের মধ্যে আপনিও মাইনাস হয়ে যাবেন। তাই আমরা বর্তমান প্রধানমন্ত্রীকে বলতে চাই আপনি কিন্তু মাইনাস টু’র একজন ছিলেন। বিএনপির এ নেতা বলেন, ১/১১ র সময় আমরা শুনেছি মাইনাস টু’র কথা। আর আজকে আমরা শুনছি মাইনাস ওয়ানের কথা। কিন্তু মাইনাস টু’র কুশীলবরা এখনও বেঁচে আছে।

এই যে রাজনৈতিক অস্থিরতা, দেশে যে একটি অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে আগামী জাতীয় নির্বাচনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে এর সমাধান সম্ভব দাবি করে তিনি বলেন, অংশগ্রহণ মূলক নির্বাচন নিশ্চিত করতে খালেদা জিয়ার নির্বাচনে অংশ নিশ্চিত করতে হবে। ২০১৪ সালের মতো নির্বাচন এদেশের জনগণ আর করতে দিবে না। খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্রের পুনরুদ্ধার, একাদশ জাতীয় সংসদ নির্বাচন একই সুতায় গাঁথা। খালেদা জিয়াকে মুক্ত করা ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়। আর গণতন্ত্র পুনরুদ্ধার না করে আগামী নির্বাচন সম্ভব না।

বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ পিন্টুর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের আহ্বায়ক নাহিদুল ইসলাম নাহিদ। এছাড়া স্মরণ সভায় বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ বক্তব্যে রাখেন।

দৈনিক দেশজনতা/ এন আর

প্রকাশ :মে ১১, ২০১৮ ৭:৩৫ অপরাহ্ণ