নিজস্ব প্রতিবেদক:
গত সপ্তাহজুড়ে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগের ক্ষেত্রে পছন্দের শীর্ষে ছিল এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফাজন্ড। ফলে সপ্তাহজুড়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এই ফান্ডটির ইউনিট মূল্যে বড় ধরনের উত্থান ঘটেছে।
অন্যদিকে ক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে আসায় এক শ্রেণীর বিনিয়োগকারী ফান্ডটির ইউনিট বিক্রি করে রাজি হননি। ফলে সপ্তাহজুড়ে ফান্ডটির ইউনিট লেনদেন হয়েছে ১৬ কোটি ২৮ লাখ টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৩ কোটি ২৫ লাখ টাকা।
সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ফান্ডটির প্রতিটি ইউনিটের দাম দাঁড়িয়েছে ৯ টাকা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৬ টাকা ৯০ পয়সা।
এসইএমএল’র পরে গত সপ্তাহে বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় ছিল শেফার্ড ইন্ডাস্ট্রিজ। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ১৭ দশমিক ৬৯ শতাংশ। এর পরেই রয়েছে বাংলাদেশ এসইএমএল আইবিবিএল শরিয়াহ্ ফান্ড। সপ্তাহজুড়ে এই ফান্ডটির ইউনিটের দাম বেড়েছে ১৬ দশমিক ৬৭ শতাংশ।
এছাড়া গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা ওয়েস্টার্ন মেরিন শিপয়ার্ডের ১৬ দশমিক ৪৯ শতাংশ, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের ১৫ দশমিক শূন্য ৮ শতাংশ, আইটি কনসালটেন্টের ১২ দশমিক ৯১ শতাংশ, বিবিএস কেবলসের ১১ দশমিক ৯০ শতাংশ, প্যাসেফিক ডেনিমের ১০ দশমিক ৯৮ শতাংশ, ইউনাইটেড পাওয়ার জেনারেশনের ৯ দশমিক ৯৫ শতাংশ এবং এইচ আর টেক্সটাইলের ৯ দশমিক ৬৮ শতাংশ দাম বেড়েছে।
দৈনিক দেশজনতা/এন এইচ