২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:৫৬

নেইমারের জন্য রিয়ালের খরচ ২৬০ মিলিয়ন ইউরো!

স্পোর্টস ডেস্ক:

পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন নেইমার! সেই জল্পনা এবার পেল ভিন্ন মাত্রা। নতুন খবর হল, বাবা সিনিয়র নেইমারও চাচ্ছেন, ছেলে স্প্যানিশ জায়ান্টেই খেলুক!

ফরাসি সংবাদমাধ্যমের খবর, নেইমারের বাবা পিনি জাহাভিকে বলেছেন-এমন কিছু করুন; যাতে পরের মৌসুমে আমার ছেলে ইউরোপের কোনো বড় ক্লাবে অনায়াসে যোগ দিতে পারে।

পিনি হলেন ইউরোপের সবচেয়ে বড় এজেন্টদের একজন। আর বাবার কথায় বোঝায় যাচ্ছে, ক্লাবটি রিয়াল মাদ্রিদ।

গেল বছর ট্রান্সফার ফির বিশ্বরেকর্ড (২২২ মিলিয়ন ইউরো) বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমান নেইমার। এক মৌসুম শেষেই প্যারিস ছাড়ছেন তিনি। আপাতত ফুটবল অঙ্গনে এমন গুঞ্জনই চাউর।

যদি তা সত্যিই আলোর মুখ দেখে তা হলে ফুটবলার বেচা-কেনার ইতিহাসে ফের নতুন রেকর্ড হতে যাচ্ছে। কারণ ব্রাজিল যুবরাজকে কিনতে হলে রিয়ালকে গচ্চা দিতে দিতে হবে ২৬০ মিলিয়ন ইউরো।

এক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ছাড়া লস ব্লাঙ্কোজদের আর কেউই মনের মতো সেবা দিতে পারছেন না। বারবার ফ্লপের খেরোখাতায় নাম উঠছে করিম বেনজেমা, গ্যারেথ বেলদের।

রব উঠেছে, সেই শূন্যতা পূরণে আকাশছোঁয়া দামেই নেইমারকে ডেরায় ভেড়াচ্ছে তারা।

দৈনিক দেশজনতা/ টি এইচ

 

প্রকাশ :মে ১১, ২০১৮ ১১:১৯ পূর্বাহ্ণ