১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০০

শাহজালাল বিমানবন্দরে আড়াই কেজি স্বর্ণসহ আটক ৩ ভারতীয়

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় আড়াই কেজি স্বর্ণসহ ৩ ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যা ৭টায় ব্যাংকক থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-৮৯ ফ্লাইটে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম তল্লাশি চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলেন- রেখা, উর্মিলা এবং প্রকাশ। স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ১৫ লাখ টাকা।

কাস্টমস জানায়, ওই তিন যাত্রী গ্রীন চ্যানেল অতিক্রমের সময় গতিবধি সন্দেহজনক হলে শুল্ক-কর আরোপযোগ্য পণ্যের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তারা অস্বীকার করেন। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি ও মেডিকেল স্ক্যান করে স্বর্ণ পাওয়া যায়। পরে তাদের আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। একই সাথে দি কাস্টমস এ্যাক্ট ১৯৬৯ ও স্পেশাল পাওয়ার এ্যাক্ট ১৯৭৪ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হয়।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ১১, ২০১৮ ১০:৪৫ পূর্বাহ্ণ