২৪শে নভেম্বর, ২০২৪ ইং | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২২

ক্রিকেট খেলার অনুমতি পেলেন স্মিথ-ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক:

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্মিথ এবং সহঅধিনায়ক ডেভিড ওয়ার্নার দেশটির ঘরোয়া ক্রিকেটের আসর ‘গ্রেড ক্রিকেট’ খেলার অনুমতি পেয়েছেন। অস্ট্রেলিয়ার আন্তঃপ্রদেশ বা আন্তঃজেলা টুর্নামেন্টকে গ্রেড ক্রিকেট বলা হয়।

সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্টে বল টেম্পারিং করে ধরা পড়েন বেনক্রফট। পরে জানা যায়, স্মিথ এবং ওয়ার্নারের বুদ্ধিতে তিনি এই কাজ করেন। আইসিসি থেকে নামমাত্র শাস্তি পেলেও ক্রিকেট অস্ট্রেলিয়া স্মিথ এবং ওয়ার্নারকে ১২ মাস করে নিষিদ্ধ করে। ৯ মাস নিষিদ্ধ হন বেনক্রফট।

দুজনকে গ্রেড ক্রিকেট খেলার অনুমতি দিলেও বেনক্রফটের বিষয়ে খোলাসা করে কিছু জানায়নি সিএ। ১৪ মে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার প্রিমিয়ার ক্লাবগুলোর মিটিং রয়েছে। সেখানে তার ভাগ্য নির্ধারণ হবে।

টেম্পারিং কাণ্ডের জেরে কোচ ড্যারেন লেহম্যান পদত্যাগ করায় তার স্থলাভিষিক্ত হয়েছেন জাস্টিন ল্যাঙ্গার। দায়িত্ব নিয়ে তিনি বলেন, ‘নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলে স্মিথ, ওয়ার্নারদের জন্য জাতীয় দলের দরজা খোলাই থাকবে।’

দৈনিক দেশজনতা/ এন আর

 

প্রকাশ :মে ১০, ২০১৮ ৯:২৮ অপরাহ্ণ