নিজস্ব প্রতিবেদক:
ডি-লিংক পরিবহনের একটি বাসের স্টাফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে পুলিশে সোপর্দ করা হয়েছে। তার নাম, সুমন মিয়া। বুধবার (৯ মে) বিকালে শাহবাগ শিশুপার্কের সামনে এঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই ছাত্রী বলেন, ‘শিশু পার্কের সামনে থেকে বাসে ওঠার সময় বাসের ওই স্টাফ গায়ে হাত দিয়ে আমাকে বাসে তুলে। কিন্তু সে যেভাবে আমার গায়ে হাত দিয়েছে,তা আমি বুঝতে পেরেছি। তারপর বাসে উঠে আমি তাকে থাপ্পর মারি। সিটে বসার পর অন্য স্টাফরা বিষয়টি নিয়ে হাসাহাসি করছিল। বিষয়টি বুঝতে পেরে আমি আমার বন্ধুদের ফোন করি। কিছুক্ষণ পর ওই বাস স্টাফ বাস থেকে লাফ দিয়ে নেমে যায়। পরে আমার বন্ধুরা বাসটিকে আটক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিয়ে আসে।’
বাসটি আটকের পর ওই স্টাফকেও শিক্ষার্থীরা ক্যাম্পাসে হাজির করে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও নীলক্ষেত থানার এসআই সাহেব আলী ঘটনাস্থলে এসে বাস এবং চালকসহ সবাইকে শাহবাগ থানায় পাঠিয়ে দেয়। সুমন মিয়া বলেন, ‘বাসটি চলছিল বলে আপুকে টেনে তোলার সময় ওনার গায়ে আমার হাত লাগে। আমি তার কাছে ক্ষমাও চেয়েছি। তিনি আমাকে একটি থাপ্পর দিয়েছেন এবং উপস্থিত যাত্রীরা বিষয়টি মিটমাট করে দিয়েছেন।’
এ বিষয়ে ঢাবি প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানি বলেন, ‘ঘটনাটি শোনার পর আমি প্রক্টরিয়াল বডি পাঠিয়েছে এবং থানায় ফোন করা হয়েছে।’ এ বিষয়ে নীলক্ষেত থানার এসআই সাহেব আলী বলেন, ‘ওই ছাত্রীর সঙ্গে কথা বলা যায়নি। তবে বাসের চালক ওই ছাত্রীর গায়ে হাত দেওয়ার কথা স্বীকার করেছে। তাকে থানায় পাঠানো হয়েছে। বিষয়টি ভালোভাবে দেখে তারপর ব্যবস্থা নেবো।’
দৈনিকদেশজনতা/ আই সি