১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৩

চ্যাম্পিয়ন্স লিগে খেলাটা কঠিন করে ফেলেছে চেলসি

স্পোর্টস ডেস্ক:

নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষ শিবিরে আক্রমণ করে খেলতে থাকে চেলসি। প্রথমার্ধে ম্যাচের অধিকাংশ সময় বল নিজেদের দখলে রাখলেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলের দেখা পায়নি চেলসি।

পিছিয়ে পরে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে চেলসি। অবশেষে ম্যাচের ৬২ মিনিটে সমতায় ফেরে দলটি। সেজার আসপিলিকুয়েতার কর্নার প্রতিপক্ষের এক ডিফেন্ডার ফেরানোর পর পেয়ে যান মার্কোস আলোনসো। সুযোগ কাজে লাগাতে ভুল করেননি স্পেনের এই ডিফেন্ডার।

বাকি সময় আর গোল না হলে ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়ে চেলসি। এ ড্রতে ৭০ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম অবস্থানে আছে চেলসি। লিগে নিজেদের শেষ ম্যাচে লিভারপুল হারলে এবং চেলসি জিতলেই সরাসরি সুযোগ পাবে আন্তোনিও কন্তের দল।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ১০, ২০১৮ ১১:২৮ পূর্বাহ্ণ