১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১০

আবারও হারলো রিয়াল

স্পোর্টস ডেস্ক:      

চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত রিয়াল মাদ্রিদ। তবে লা লিগায় দলটির চিত্র ঠিক উল্টো। স্পেনসেরা লিগে সঠিক পথে রথ উড়াতে পারছে না লস ব্লাঙ্কোজরা। ফের পরাজয়ের মালা পরল তারা। এবার সেভিয়ার কাছে ৩-২ গোলে হেরে গেল স্প্যানিশ জায়ান্টরা।  লিগে প্রথম দেখায় সান্তিয়াগো বার্নাব্যুতে সেভিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল রিয়াল। তবে এ ম্যাচে সেই ছন্দ বিন্দুমাত্র দেখা যায়নি তাদের। সেই সুযোগে জয় ছিনিয়ে নিয়ে মধুর প্রতিশোধ নিল সেভিয়া। এর মধ্য দিয়ে ইউরোপা লিগে খেলার স্বপ্ন জিইয়ে রাখল স্প্যানিশ ঐতিহ্যবাহী দলটি।

বুধবার রাতে র‌্যামন সানচেজ পিজুয়ান স্টেডিয়ামে দ্বিতীয় সারির দল নামায় রিয়াল। এদিন একাদশে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, গ্যারেথ বেল, লুকা মড্রিচ, টনি ক্রুস। তাদের অভাব হাড়ে হাড়ে টের পায় দলটি। গোটা ম্যাচে খাপছাড়া ফুটবল খেলেছে রিয়াল। সিংহভাগ সময়ে রক্ষণে দেখা গেছে দারুণ দুর্বলতা। এ সুযোগ নিয়ে ২৬ মিনিটে এগিয়ে যায় সেভিয়া। গোল করে দলকে লিড এনে দেন বেন ইয়েদের। পিছিয়ে পড়েও স্বরূপে ডানা মেলতে পারেননি অতিথিরা। এতে ফের এগিয়ে যায় স্বাগতিকরা। ৪৩ মিনিটে দলের ব্যবধান বাড়ান মিগুয়েল লায়ুন।

বিরতির পর মাঠে নেমে খেলায় ফেরার চেষ্টা করে রিয়াল। ধীরে ধীরে ছন্দ ফিরে পায় দলটি। ৫৭ মিনিটে গোলের সুবর্ণ সুযোগও পায় তারা। তবে তা কাজে লাগাতে পারেননি সার্জিও রামোস। নাগালে পাওয়া পেনাল্টি মিস করেন তিনি। রিয়ালে রমিসের মহড়ায় ফের এগিয়ে যায় সেভিয়া। ৮৫ মিনিটে রামোসের আত্মঘাতী গোলে স্কোরলাইন হয় ৩-০ তাদের। মজার ব্যাপার হল- গেল মৌসুমেও সেভিয়ার বিপক্ষে একই সময়ে আত্মঘাতী গোল করেন তিনি।

পরে কিছুটা ছন্দে দেখা যায় জিনেদিন জিদানের শিষ্যদের। সাফল্য পায়, ৮৭ মিনিটে মার্কো আসেনসিওর চমৎকার ক্রসে দারুণ হেডে নিশানাভেদ করে দ্বিতীয়ার্ধের বদলি বোরহা মায়োরাল। আর ইনজুরি টাইমে থিও এর্নান্দেজকে গাব্রিয়েল মার্কাদো ফাউল করলে ফের পেনাল্টি পায় সফরকারীরা। এবার আর ভুল করেননি রামোস। তাতে কেবল ব্যবধানই কমেছে।

এ হারে নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদকে ধরে ফেলার সুযোগ হারাল রিয়াল। ৩৬ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে ডিয়েগো সিমিওনের দল। সমানসংখ্যক ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে তৃতীয় জিদানের দল।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ১০, ২০১৮ ১০:২০ পূর্বাহ্ণ