আন্তর্জাতিক ডেস্ক:
সিরিয়ার রাজধানী দামেস্কে কাছে ইরানের সামরিক স্থাপনায় ইসরাইলি হামলায় আট ইরানি নাগরিকসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। বুধবার ব্রিটিশ ভিত্তিক মানবাধিকার সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ এই তথ্য জানিয়েছে।
হিউম্যান রাইটস গ্রুপটির রির্পোটে বলা হয়, মঙ্গলবার গভীর রাতে দামেস্কের দক্ষিণাঞ্চলে এই ক্ষেপণাস্ত্র হামলায় চালানো হয়। এতে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৮ জন ইরানের নাগরিকও রয়েছে।
ইরানের পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের পরপরই এ হামলার ঘটনা ঘটল।
এদিকে, মঙ্গলবার সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ইরাইলের দুটি ক্ষেপণাস্ত্র হামলায় তাদের তাদের বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। গালফ নিউজ
দৈনিক দেশজনতা /এন আর