১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৯

যশোরে পশু হাটে ১০ জেব্রা উদ্ধার

যশোর প্রতিনিধি:

যশোরের শার্শার সাতমাইল পশু হাটের খাটাল থেকে ১০টি জেব্রা উদ্ধার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার রাত ১১টার দিকে জেব্রাগুলোকে উদ্ধার করা হয়। তবে এর মধ্যে একটি জেব্রা মারা গেছে।

অভিযানে থাকা যশোর ডিবি পুলিশের এসআই মুরাদ হোসেন জানান, সাতমাইল পশু হাটের নুর হোসেন তুতুর খাটালে সাদা-কালো ডোরা কাটা ১০টি জেব্রা বাঁধা ছিল। এর মধ্যে একটি জেব্রা মারা যাওয়ায় জানাজানি হয়ে যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে জেব্রাগুলো উদ্ধার করা হয়। তবে জেব্রগুলোর মালিক এখনও খুঁজে পাওয়া যায়নি।

ডিবির একটি সূত্র জানায়, জেব্রাগুলো ঢাকা থেকে কার্টনে করে লুকিয়ে আনা হয়েছিল। আফ্রিকান এই প্রাণী বাইরের দেশ থেকে আনা হলেও পরে এগুলো ভারতে পাচারের জন্য সাতমাইলে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। যার দাম আনুমানিক এক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। বুধবার (৯ মে) দুপুরে জেব্রাগুলোকে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি জিয়াউর রহমান।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ৯, ২০১৮ ৭:৩৪ অপরাহ্ণ