১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩১

গরমে যে সব ফল উপকারী

লাইফ স্টাইল ডেস্ক:

রসালো ফলের গন্ধে আর স্বাদে মাতোয়ারা এই ঋতু। তবে গরমের ফল শুধু সুস্বাদুই নয়, খুব উপকারীও। জেনে নিন গরমের সেরা ৮ ফলের গুণ।
১/ আম – কোলেস্টেরল বশে রাখে আম। সেক্স লাইফ উন্নত করতেও এর জুড়ি মেলা ভার। হার্ট স্ট্রোকের ঝুঁকি কমায়।

২/ কালো জাম – ডায়াবেটিসের জন্য যেমন অব্যর্থ তেমনই রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতেও সাহায্য করে কালো জাম

৩/ কাঁঠাল – কোলন ক্যানসার ও অর্শের মোকাবিলা করতে পারে কাঁঠাল। প্রচুর পরিমাণ ভিটামিন এ থাকায় অ্যানিমিয়া, হাড়ের স্বাস্থ্যের জন্য কাঁঠাল খুবই উপকারী।

৪/ লিচু – ভিটামিন সি, ভিটামিন বি কমপ্লেক্স, পটাশিয়াম, কপারের উত্কৃষ্ট উত্স লিচু। প্রত্যেকটাই শরীরের জন্য দারুণ উপকারী।

৫/ তরমুজ – অ্যাস্থমার মোকাবিলা করতে সাহায্য করে তরমুজ। এই রসালো ফল হজমে যেমন সাহায্য করে তেমনই ডিহাইড্রেশনেও দারুণ কাজ দেয়।

৬/ ফুট – রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ফুট। অ্যাস্থমার জন্য যেমন উপকারী, তেমনই ত্বক ও চুলের জন্যও ভাল ফুট।

৭/ জামরুল – হজমে যেমন সাহায্য করে তেমনই কোলেস্টেরলেরও খেয়াল রাখে জামরুল। ডায়াবেটিস এমনকী ক্যানসার প্রতিরোধেও উপকারী জামরুল।

৮/ বেল – রক্ত পরিষ্কার করে লিভার ও কিডনি ভাল রাখার পাশাপাশি ম্যালেরিয়া সারাতেও দারুণ উপকারী বেল।

দৈনিক দেশজনতা /এন আর  

 

 

প্রকাশ :মে ৯, ২০১৮ ৬:৫২ অপরাহ্ণ