১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২০

সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছেন বিএনপির নেতারা

নিজস্ব প্রতিবেদক:

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের শুনানি পরবর্তী আদেশ ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে আজ সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছেন বিএনপি নেতারা।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শাইরুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

বিএনপি সূত্র জানায়, খালেদা জিয়ার জামিন শুনানি, গাজীপুর সিটি নির্বাচন এবং আগামী কালকের সংবাদ সম্মেলন নিয়ে দলের নেতারা আলোচনা করবেন এবং তাদের প্রতিক্রিয়া জানাবেন।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ৯, ২০১৮ ৫:৩৬ অপরাহ্ণ