১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৭

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকায় বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ও ঢাকায় সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে আজ সকালে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগরী দক্ষিণের কদমতলী-শ্যামপুর, ডেমরা ও যাত্রাবাড়ী থানা বিএনপি।

কদমতলী ও শ্যামপুর থানা বিএনপির বিক্ষোভ:

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে কদমতলী ও শ্যামপুর থানা বিএনপি। মিছিলটি একে স্কুল থেকে শুরু করে দোলাইপাড় পর্যন্ত গিয়ে শেষ হয় ।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণ বি,এন,পির সহসাধারণ সম্পাদক জাফর আহমেদ, বিএনপি নেতা হাজী জাকির হোসেন, সাজেদুল হক রনি, মোক্তার হোসেন, যুবদলের জামাল হোসেন টিটু।  ছাত্রদলের শফিকুর রহমান, চারা শ্রমিক দলের আবদুর রহমান প্রমূখ নেতৃবৃন্দ।

ডেমরা থনায় বিএনপির বিক্ষোভ মিছিল:

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ সকালে বিক্ষোভ মিছিল করেছে ডেমরা থানা বিএনপি।

এসময় উপস্থিত ছিলেন ডেমরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাঃ হাজী আবুল হাসেম, ডেমরা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন। এছাড়া ছিলেন মোঃ আবু নোমান, সুফিয়ান, আহাদ, মিয়া মোঃ হেলাল, সিরাজ প্রমূখ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

যাত্রাবাড়ী থানা বিএনপির বিক্ষোভ:

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ও সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে আজ সকালে বিক্ষোভ মিছিল করেছে যাত্রাবাড়ী থানা বিএনপি।

মিছিলটি যাত্রাবাড়ী ধোলাইপাড় থেকে শুরু করে যাত্রাবাড়ী টানপাড়া গিয়ে শেষ হয়। তবে টানপাড়া যাওয়া মাত্রই পুলিশি আক্রমনে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

মিছিলে নেত্রীত্ব দেন আলহাজ্জ মোঃ মিজানুর রহমান ভান্ডারী, আলহাজ্জ আনোয়ার সরদার, সাঈদ আহম্মেদ শাহিন, আশ্রাফ উদ্দিন খান, জাকির হোসেন জিকু, আলী আহাম্মেদ সবুজ, যুব নেতা মুজিবুর রহমান মধু, মাসুম মোল্লা, ছাত্রনেতা শান্ত ইসলাম জুম্মন, রফিকুল ইসলাম মৃধা, জাসাস নেতা সাগর দেওয়ান ফারহান, মোঃ সবুজ খান, শ্রমিক নেতা মোঃ হুমায়ুন, মোঃ আসলাম, মুরাদ হোসেন রানা সহ আরো অনেকে।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ৯, ২০১৮ ৫:১৯ অপরাহ্ণ