নিজস্ব প্রতিবেদক:
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।
বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি বিশ্ববিদ্যালয় শাখা-১ এর সহকারী সচিব আবদুস সাত্তার মিয়া স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর আইন ২০০৯ এর ১০ (১) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ প্রদান করতে সম্মতি জানিয়েছেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ চার বছর হবে। তবে মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজন মনে করলে এর পূর্বেই এ নিয়োগাদেশ বাতিল করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। এ নিয়োগাদেশ তার যোগদানের তারিখ হতে কার্যকর হবে।
ড. কলিমুল্লাহ এর আগে প্রেষণে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের (বিইউপি) উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের (বিইউপি) সাবেক উপ-উপাচার্য এবং জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের (জানিপপ) চেয়ারম্যান ছিলেন। একইসঙ্গে এশিয়ান এজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
উপাচার্য অধ্যাপক ড. একেএম নূর-উন-নবীর মেয়াদ শেষ হওয়ায় গত ৫ মে থেকে এ পদটি শূন্য ছিল। উপাচার্য পদটি শূন্য হওয়ার ২৬ দিন পর চতুর্থ উপাচার্য নিয়োগ দিলেও উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষ পদে এখনো পর্যন্ত কাউকে নিয়োগ দেয়া হয়নি। ২০১৩ সালের ১৭ আগস্ট থেকে কোষাধ্যক্ষ পদটি শূন্য হয়।
দৈনিক দেশজনতা/এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

