নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতা ডাক্তার সামিউল সোহানকে (৪৫) কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) বার্ণ কেবিন ব্লকে চিকিৎসাধীন রয়েছেন।
আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ হলের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
আহত ডাক্তার সামিউল সোহান বিএনপি সমর্থিত চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহানগর কমিটির সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি ঢামেকের বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইউনিটির মেডিকেল অফিসার।
স্থানীয়রা জানান, খিলগাঁওয়ের তিলপাপাড়ার নিজ বাসা থেকে মোটরসাইকেলে কর্মস্থল ঢাকা মেডিকেলে যাচ্ছিলেন সামিউল। পথে শহিদুল্লাহ হলের সামনের সড়কে পেছন থেকে অপর দুই মোটরসাইকেল আরোহী তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এ সময় সামিউল মোটরসাইকেল থেকে পড়ে যান। পরে স্থানীয় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসেন। বর্তমানে সামিউল সোহান বার্ণ কেবিন ব্লকে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে ডাক্তার সামিউল সোহান গণমাধ্যমকে বলেন, ‘কে বা কারা আমাকে কুপিয়েছে আমি কিছু জানি না।’
ঢামেক বার্ণ ইউনিটের প্লাস্টার সার্জন ডাক্তার শরিফুল হাসান জানান, ডাক্তার সামিউলের শরীরের একটা কোপই ১০ ইঞ্চি লম্বা। এতে তার শরীরের বাইরেই ৪৫টি সেলাই লেগেছে। ভেতরে আরও অসংখ্য সেলাই দেয়া হয়েছে। তবে সামিউলের অবস্থা আশঙ্কাজনক না।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন জানান, পুলিশের একটি টিম হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার সামিউল আলমকে আজ সকালে হাসপাতালে যাবার সময় দোয়েল চত্ত্বরের নিকট দুস্কৃতিকারীরা তার ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ডাঃ সামিউল আলম গুরুতর আহত হন। ২৫ সেন্টিমিটার লম্বা ও ২ সেন্টিমিটার গভীর ক্ষতে তার ৪২টি সেলাই দেয়া হয়েছে। হত্যার উদ্দেশ্যেই তার ওপর এই বর্বরোচিত হামলা চালানো হয়। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ বার্ণ ই্উনিটে মূমুর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
দৈনিক দেশজনতা/ টি এইচ