১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩৯

খুলনায় ৫ দিনে ১০০ কর্মী গ্রেপ্তার: মেয়র প্রার্থী মঞ্জু

খুলনা প্রতিনিধি:

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, গতকাল মঙ্গলবার রাতে প্রায় ২০০ নেতা-কর্মীর বাসায় পুলিশ অভিযান চালিয়েছে। সাতজনকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে গত পাঁচ দিনে পুলিশ প্রায় ১০০ কর্মীকে গ্রেপ্তার করেছে।

আজ বুধবার সকালে খুলনায় নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, ‘যত ভয়ভীতি দেখানো হোক না কেন, আমাদের কর্মীরা মাঠ ছেড়ে যাবে না, ভোটকেন্দ্র ছেড়ে যাবে না।’ তিনি নিজেও মাঠ ছেড়ে কোথাও যাবেন না বলে জানান নজরুল ইসলাম মঞ্জু।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সোনালি সেন অবশ্য বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তারের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি আজ সকালে বলেন, গত রাতে ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১৮ জনই মাদক ব্যবসায়ী। বাকিরা নিয়মিত মামলার আসামি। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের রাজনৈতিক পরিচয় দেখা হয়নি। পুলিশ বিএনপির নেতা-কর্মীদের বাসায় হানা দেয়নি বলেও দাবি করেন সোনালি সেন।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :মে ৯, ২০১৮ ২:১২ অপরাহ্ণ