২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:১৭

উত্তর কোরিয়ায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের মধ্যে অনুষ্ঠিতব্য বৈঠক নিয়ে আলোচনা করতে পিয়ংইয়ং পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। উত্তর কোরিয়ায় পৌঁছে তিনি বলেন, এই সফরে কোরীয় উপদ্বীপকে পরমাণু নিরস্ত্রীকরণের পরিকল্পনা নিয়ে দুই নেতার আলোচনার বিষয় চূড়ান্ত হবে বলে তিনি প্রত্যাশা করেন।

যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার তিন বন্দিকে মুক্তি দিতে যাচ্ছে- এমন সম্ভাবনার মধ্যে এই সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এর আগে গত মাসে কিমের সঙ্গে বৈঠক করেন পম্পেও। এটা তার দ্বিতীয় সফর। তিনি জানিয়েছেন, এপ্রিলের বৈঠকের পর দুই দেশের মধ্যে ‘সুসম্পর্ক’ তৈরি হয়েছে। ২০০০ সালের পর এপ্রিলেই যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ হয়।

উত্তর কোরিয়া ‘সঠিক কাজটি’ করবে ও মার্কিন বন্দিদের মুক্তি দেবে বলেও প্রত্যাশা করেন পম্পেও। তিনি বলেন, ‘এসব বন্দিকে মুক্তি দেয়ার জন্য আমরা ১৭ মাস ধরে অনুরোধ করে আসছি।’ শুভেচ্ছার ইঙ্গিত হিসেবে কিম প্রশাসন মার্কিন বন্দিদের মুক্তি দেবে বলে আশা ব্যক্ত করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ের এক কর্মকর্তাও।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ৯, ২০১৮ ১:৪৯ অপরাহ্ণ