১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৫

রাজধানীতে বন্দুকযুদ্ধে নিহত ১

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর রামপুরার আমুলিয়া স্টাফ কোয়ার্টার এলাকায় ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন। বুধবার ভোর রাতের কোনো এক সময় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন খিলগাঁও থানার এসআই আজাদ। এ ঘটনার বিস্তারিত জানতে খিলগাঁও থানার এসআই আজাদের মোবাইলে একাধিকবার কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি।

এর আগে ভোর সাড়ে ৫টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, নিহতের লাশ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ৯, ২০১৮ ১০:৪৩ পূর্বাহ্ণ