১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০১

কোটা সংস্কার: প্রজ্ঞাপনের দাবিতে সারাদেশে মানববন্ধন আজ

নিজস্ব প্রতিবেদক:

সরকারি চাকরিতে কোটা বাতিলে দ্রুত সময়ে প্রজ্ঞাপন প্রকাশের দাবিতে আজ বুধবার দেশের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে মানববন্ধনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। কেন্দ্রীয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে জাতীয় জাদুঘর পর্যন্ত মানববন্ধন করা হবে।

গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আন্দোলনকারীদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর। এদিকে কোটা বাতিলের প্রজ্ঞাপনের বিষয়টি সরকারের চূড়ান্ত বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোজাম্মেল হক খান।

তিনি বলেন, কোটা বাতিলের ব্যাপারে প্রধানমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন সেটা সরকারের চূড়ান্ত বিবেচনাধীন আছে। প্রজ্ঞাপনের কাজটা একটু বাকি আছে। সেটা কোন পর্যায়ে জারি হবে সেজন্য একটু অপেক্ষা করতে হবে। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে সচিব এ কথা জানান। সংবাদ সম্মেলনে নুরুল হক নুর বলেন, প্রধানমন্ত্রী দুই দুইবার কোটা বাতিলের ঘোষণা দেয়ার পরও এখনো প্রজ্ঞাপন জারি হয়নি।

আমরা প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতি শ্রদ্ধাশীল। আমরা চাই, অতিদ্রুত সময়ের মধ্যে কোটার বিষয়ে প্রজ্ঞাপন জারি করে ছাত্রসমাজের অস্থিরতা দূর করা হোক। তিনি বলেন, আমরা ধৈর্যের পরিচয় দিয়ে প্রজ্ঞাপনের জন্য অপেক্ষা করেছি। কিন্তু এর জন্য আমাদের আবার রাজপথে নামতে বাধ্য করবেন না। আশা করছি দু-একদিনের মধ্যে প্রজ্ঞাপন পাব।

যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, কোটা বাতিল নিয়ে ছাত্রসমাজ কোনো চক্রান্ত মেনে নেবে না। তারা আবার রাজপথে নেমে আসবে। আমাদের আন্দোলন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ ও অহিংস। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আন্দোলনকারীদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান ও মাহফুজ খানসহ কয়েকশ শিক্ষার্থী।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ৯, ২০১৮ ১০:১৭ পূর্বাহ্ণ