১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫৩

সার্ক চলচ্চিত্র উৎসবে হালদা ও খাঁচা

বিনোদন ডেস্ক:

চলতি মাসের২২ মে থেকে শ্রীলংকার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮ম সার্ক চলচ্চিত্র উৎসব ২০১৮। উৎসব চলবে ২৭ মে পর্যন্ত। ছয় দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে লড়বে বাংলাদেশের দুই চলচ্চিত্র। একটি আকরাম খান পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘খাঁচা’ এবং অন্যটি তৌকীর আহমেদের আলোচিত চলচ্চিত্র ‘হালদা’।

উৎসবে তিনটি বিভাগে প্রদর্শিত হবে সার্ক ভুক্ত দেশের চলচ্চিত্রগুলো। উৎসবে বাংলাদেশ থেকে ৩টি পূর্ণদৈর্ঘ্য ও ২ টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। কলম্বোতে অবস্থিত সার্ক কালচারাল সেন্টারের ডকুমেন্টেশন অফিসার মাহিন্দা সুমনসেরা বাংলাদেশ থেকে মনোনিত চলচ্চিত্রগুলির বিষয়ে তথ্য দিয়েছেন। চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন সার্ক চলচ্চিত্র উৎসবের বাংলাদেশ সহায়তা ও যোগাযোগ সমন্নয়ক মনজুরুল ইসলাম মেঘ।

জানা যায়, চলতি বছরের সার্ক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে লড়বে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘খাঁচা’ ও তৌকির আহমেদ পরিচালিত ‘হালদা’। এছাড়াও উৎসবের মাস্টার চলচ্চিত্র বিভাগে বাংলাদেশ থেকে মনোনিত হয়েছে বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম পরিচালিত ‘আঁখি ও তার বন্ধুরা’। এছাড়াও শর্ট ফিল্ম বিভাগে প্রদর্শিত হবে ‘কালো মেঘের ভেলায়’ ও ‘দাগ’ নামের দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

প্রসঙ্গ গেল বছরে ৭ম সার্ক চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রনাট্য বিভাগে পুরস্কার অর্জন করে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত তৌকির আহমেদের ছবি ‘অজ্ঞাতনামা’।

দৈনিক দেশজনতা/ এন আর

 

 

প্রকাশ :মে ৮, ২০১৮ ৯:২৬ অপরাহ্ণ