১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০২

সরকার রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা করছে: তাবিথ আউয়াল

নিজস্ব প্রতিবেদক:

অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য তাবিথ আউয়ালকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

জিজ্ঞাসাবাদের জন্য আজ মঙ্গলবার সকাল পৌনে ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে হাজির হন তাবিথ। সেখানে প্রায় সাড়ে তিন ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।

দুদক থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাবিথ আউয়াল অভিযোগ করে বলেন, তাঁকে হয়রানি করার জন্যই দুদকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।

আদালতের আদেশে স্থগিত হয়ে যাওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেন, ‘বাংলাদেশে যে রাজনীতি বিরাজ করছে আমি মনে করি, সকল অ্যাকশনই সরকার থেকে একটি রাজনৈতিক প্রভাব খাটাতে চেষ্টা করছে। এটি খালি আমার একার বিষয় নয় যেটা আমি বললাম, সাবেক প্রধানমন্ত্রী তাঁর থেকে শুরু করে একদম আমাদের পার্টির সব সদস্য যাঁরা আছেন।’

এ সময় সুষ্ঠু তদন্ত হলে সব সত্য বেরিয়ে আসবে বলেও উল্লেখ করেন তাবিথ আউয়াল। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সাবেক সভাপতি এবং ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়াল। তবে ডিএনসিসি নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন পাওয়ার মধ্য দিয়েই পরিচিতি পান তিনি। এ ছাড়া তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটিরও একজন সদস্য।

দৈনিক দেশজনতা/ এন আর

প্রকাশ :মে ৮, ২০১৮ ৯:০৩ অপরাহ্ণ