৬ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ১:১১

ধর্ষণকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি কিশোরীর মায়ের

মাদারীপুর প্রতিনিধি:

‘আমার মেয়েকে যে ক্ষতি করেছে আমি তার দৃষ্টান্তমূলক বিচার চাই। এ ঘটনার জন্য ধর্ষণকারী যাতে পার না পেয়ে যায় সে জন্য সবার সহযোগিতা চাই।’ মাদারীপুর শহরে ধর্ষণের শিকার এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীর (১৩) মা এ দাবি করেছেন।

এ ঘটনায় মঙ্গলবার দুপুরে রুহিন চৌধুরীর (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে মাদারীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন কিশোরীর বাবা।

মামলা দায়েরের পরপরই পুলিশ রুহিন চৌধুরীকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। ধর্ষক রুহিন ১নং শকুনী এলাকার (ডিসি ব্রিজ) মজিদ চৌধুরীর ছেলে।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, জেলা শহরে দীর্ঘদিন ধরে বসবাস করছে ওই কিশোরীর পরিবার। কিশোরীর ভাই অসুস্থ থাকায় তার চিকিৎসার জন্য বাবা-মাসহ পরিবারের সবাই ফরিদপুর মেডিকেল হাসপাতালে চলে যান। সেখানে চিকিৎসা চলছে তার ভাইয়ের।

শনিবার বিকালে মূশলধারায় বৃষ্টি শুরু হলে রুহিন চৌধুরী প্রতিবন্ধী কিশোরীকে একা পেয়ে ধর্ষণ করে। পরবর্তীতে ওই কিশোরীর পরিবার ফরিদপুর থেকে বাড়িতে ফিরে এসে এ ঘটনা জানতে পেরে সোমবার সকালে কিশোরীকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন।

মাদারীপুর সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. অখিল সরকার বলেন, ‘কিশোরীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। মেডিকেল রিপোর্টের জন্য মেয়েটির শরীর থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পরই প্রকৃত ঘটনা জানা যাবে।’

মাদারীপুর সদর থানার ওসি মো. কামরুল হাসান বলেন, ‘এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেন ওই মেয়ের বাবা। মামলার পর আমরা অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছি।’

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ৮, ২০১৮ ৮:১২ অপরাহ্ণ