১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২১

ওয়েস্ট ইন্ডিজ দলের কোচ হলেন পাকিস্তানের সাবেক স্পিনার মুশতাক

স্পোর্টস ডেস্ক:
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ হিসেবে এক মাসের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন পাকিস্তানের সাবেক লেগ স্পিনার মুশতাক আহমেদ। নিজ দেশের ন্যাশনাল ক্রিকেট একাডেমির প্রধান কোচ হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে মুশতাকের চুক্তি গত মাসে শেষ হয়ে গেছে। তার সঙ্গে পিসিবির বাড়তি চুক্তি শুরু হবে আগামী জুলাই থেকে। তাই এক মাসের জন্য ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছেন তিনি।
ক্রিকইনফোকে মুশতাক বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে কাজ করা একটা গর্বের বিষয়। তারা অনেক বড় মাপের ক্রিকেটার তৈরি করেছে এবং ৯০ দশকে তাদের বিপক্ষে খেলার কিছু চমৎকার স্মৃতি আমার রয়েছে। এই মুহুর্তে তারা হয়তোবা বিশ্ব ক্রিকেটে তাদের আগের অবস্থান নেই। তবে তাদের পাইপলাইনে ব্যতিক্রমধর্মী খেলোয়াড় এখনো আছে। চুক্তিটা সংখিপ্ত তবে একটা পার্থক্য গড়ার জন্য আমার কাছে এক মাস যথেষ্ঠ সময়।’
৪৭ বছর বয়সী মুশতাক ২০১৬-১৭ মৌসুমে দেড় বছর পাকিস্তান দলের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া অতীতে তিনি ইংল্যান্ড দলের স্পিন বোলিং পরামর্শক হিসেবেও কাজ করেছেন।

দৈনিক দেশজনতা/ এন আর

 

প্রকাশ :মে ৮, ২০১৮ ৭:৪৬ অপরাহ্ণ