অনলাইন ডেস্ক:
লিবিয়ার পূর্বঞ্চলীয় নগরী দারনায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে পাঁচ সৈন্য নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। মঙ্গলবার দেশটির সামরিক সূত্রে এ কথা বলা হয়েছে।
ওই সূত্র বার্তা সংস্থা সিনহুয়াকে জানায়, ‘সৈন্যরা আল-ফাতায়েহ্ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। তবে পথে পেতে রাখা মাইনের কারণে তারা ফিরে আসে।’
সূত্রটি আরও জানায়, ‘সোমবার এই সংঘর্ষে কতজন জঙ্গি হতাহত হয়েছে তা জানা না গেলেও আমাদের গোলা বর্ষণে ওদের ব্যাপক ক্ষতি হয়েছে।
দৈনিক দেশজনতা/ টি এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

