১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৩

সিরাজগঞ্জে ১০ কেজি গাঁজা উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকা ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের দক্ষিণ মথুরাপুর গ্রামে বাজারের রাস্তার পাশ থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মথুরাপুর গ্রামে প্যাকেটে জড়ানো অবস্থায় একটি বস্তা পড়ে থাকতে দেখে উৎসুক জনতা থানায় খবর দেয়। এসময় তাড়াশ থানার এসআই নিয়ামুল হক ও গিয়াস উদ্দিন মোড়ানো প্যাকেট খুলে গাঁজা দেখতে পান।

তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে মাদক ব্যবসায়ীরা গ্রেফতার এড়াতে গাঁজার প্যাকেটটি রেখে পালিয়ে যায়।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ৮, ২০১৮ ৫:৪০ অপরাহ্ণ