১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪২

ইস্কাটনে জোড়া খুন : রায় হলো না আজ

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের ঘটনায় দায়ের হওয়া মামলায় সংসদ সদস্য পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির রায় হচ্ছে না আজ।মঙ্গলবার মামলাটি রায়ের জন্য ধার্য ছিল। কিন্তু ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আল মামুন মামলাটিতে অধিকতর যুক্তিতর্ক শুনানির প্রয়োজন বোধ করছেন। এজন্য বিচারক স্বপ্রণোদিত হয়ে মামলার বিষয়ে অধিকতর যুক্ততর্ক উপস্থাপনের জন্য তারিখ ধার্য করবেন। তবে এখন পর্যন্ত পরবর্তী তারিখ জানা যায়নি।

সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. সাহাবুদ্দিন মিয়া এসব তথ্য জানান। এর আগে গত ১০ এপ্রিল যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য মঙ্গলবার দিন ধার্য করেন আদালত।

উল্লেখ্য, ২০১৫ সালের ১৩ এপ্রিল রাত পৌনে ২টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে একটি কালো রঙের প্রাডো গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছুড়লে অটোরিকশাচালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম আহত হন। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এ ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে রমনা থানায় ১৫ এপ্রিল একটি হত্যা মামলা দায়ের করেন।

ওই বছরের ৩০ মে এলিফ্যান্ট রোডের বাসা থেকে এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে বখতিয়ার আলম রনিকে আটক করে ডিবি পুলিশ। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন। মামলাটিতে ২০১৫ সালের ২১ জুলাই ডিবি পুলিশের এসআই দীপক কুমার দাস রনির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। গত বছর ৬ মার্চ মামলাটিতে এ আসামির অব্যাহতির আবেদন নাকচ করে আদালত চার্জগঠন করেন।

প্রকাশ :মে ৮, ২০১৮ ২:১৪ অপরাহ্ণ