নিজস্ব প্রতিবেদক:
ইঞ্জিনে ত্রুটির কারণে রাজধানীর মগবাজার রেলগেট ও কাওরান বাজার সংলগ্ন এফডিসি রেল ক্রসিংয়ে রংপুরগামী রংপুর এক্সপ্রেস বিকল হয়ে পড়ে। মঙ্গলবার (৮ মে) সকাল ১১টায় দিকে এ ঘটনা ঘটে। এর ২০ মিনিট পর ত্রুটি সেরে গন্তব্যের উদ্দেশে যাত্রা করে ট্রেনটি।
কাওরান বাজার এফডিসি এলাকায় রেলওয়ের গেটকিপার শাহ আলী বলেন, ‘রংপুর এক্সপ্রেস সকাল ৯টায় ছাড়ার কথা থাকলেও একঘণ্টার মতো দেরি করে ছেড়েছে। সকাল ১০টায় কমলাপুর থেকে ছেড়ে মগবাজার বাজার রেলগেটে আসার পর ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। সেখানে ২০ মিনিটের মতো দেরি হয়। সেখান থেকে কাওরান বাজার এফডিসি মোড়ে এসে আবারও একই সমস্যা দেখা দেয়। এখানেও ২০ মিনিট মতো দেরি হয়।’
তিনি জানান, আসলে এটাকে সেই অর্থে ইঞ্জিনের সমস্যা বলা যায় না। ছেলেরা ট্রেনের ছাদে উঠে ইঞ্জিন রুমে পাথরের টুকরা নিক্ষেপ করে। এতে একটা পাইপ ব্লক হয়ে যায় এবং ইঞ্জিন বন্ধ হয়ে পড়ে। যে কারণে সমস্যা দেখা দেয়। তবে ১৫-২০ মিনিট পরই রংপুরের উদ্দেশে ট্রেনটি ছেড়ে যায়।
এদিকে, রেল ক্রসিংয়ের ওপর ট্রেন থামানোর কারণে এফডিসি মোড়-সোনারগাঁও সড়কে যান চলাচল বন্ধ ছিল।পরে স্বাভাবিক হয়। এবিষয়ে কথা বলার জন্য কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রর্তীকে একাধিকবার ফোন করলেও তাকে পাওয়া যায়নি।
দৈনিকদেশজনতা/ আই সি