আন্তর্জাতিক ডেস্ক:
তিন ধর্মাবলম্বীদের কাছে পবিত্র জেরুজালেম শহরে মার্কিন দূতাবাস উদ্বোধনে উপস্থিত থাকবেন না দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এ ঘোষণা করা হয়। হোয়াইট হাউস জানায়, আগামী সপ্তাহেই জেরুজালেমে চালু হতে যাচ্ছে মার্কিন দূতাবাস। সেখানে ট্রাম্প উপস্থিত না থাকলেও, তার মেয়ে ইভাঙ্কা ট্রাম্প ও জামাতা জেরার্ড কুশনার অংশ নেবেন। এ ছাড়া থাকবেন ডেপুটি সেক্রেটারি অব স্টেট জন সুলিভান ও ট্রেজারি সেক্রেটারি স্টিভেন মনুচিন।
এর আগে গত ডিসেম্বরে ট্রাম্প ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তরের সিদ্ধান্ত নেন। এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় উঠলেও নিজের নির্বাচনী প্রতিশ্রুতির ওপর দৃঢ় থাকেন মার্কিন প্রেসিডেন্ট। সম্প্রতি ট্রাম্প জানান, আগামী ১৪ মে জেরুজালেমে মার্কিন দূতাবাস উদ্বোধন করা হবে।
বার্তা সংস্থা রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী জানান, তেল আবিব থেকে মার্কিন দূতাবাস স্থানান্তরের পর দক্ষিণ জেরুজালেমে নতুন দূতাবাস ভবনে আশপাশের সড়কে ইংরেজি, হিব্রু ও আরবি ভাষায় বিভিন্ন সংকেত স্থাপন করা হচ্ছে। ১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের পর ফিলিস্তিনের অনেক অংশ দখল করে নেয় ইসরায়েল। পরে ১৯৯২ সালে মার্কিন সিনেটে ইসরায়েলের অবস্থিত দূতাবাস জেরুজালেমে স্থানান্তর করার সিদ্ধান্ত নেয়া হয়। তবে এর পর থেকে ক্ষমতায় আসা সব প্রেসিডেন্ট সিনেটের পাশ করা ওই বিল বিশেষ ক্ষমতাবলে বিলম্বিত করে দেন। সর্বশেষ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর দূতাবাস স্থানান্তরের সিদ্ধান্ত নেন।
দৈনিকদেশজনতা/ আই সি