নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের উপর হাইকোর্টের দেয়া স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে নির্বাচন কমিশনের কার্যালয়ে এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান সংস্থাটির সচিব হেলালুদ্দীন আহমদ।
তিনি বলেন, গাজীপুর সিটি নির্বাচনে স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। এ জন্য একজন আইন পরামর্শক নিয়োগ দেয়া হয়েছে। কীভাবে আইনি লড়াই করা যায় তা নিয়ে বিকেলে জ্যেষ্ঠ আইনজীবীর সঙ্গে আলোচনা করা হবে। নির্বাচন কমিশন সচিব বলেন, স্থানীয় সরকার বিভাগের সব ক্লিয়ারেন্স পেয়েই গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। তার পরও স্থগিত হয়ে যাওয়াটা দুঃখজনক।
ভোটের তারিখের মাত্র ৯ দিন আগে সীমানা জটিলতা নিয়ে এক রিট আবেদনে রোববার গাজীপুর সিটি নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করে দেন হাইকোর্টের বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

