১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৪

কোটার প্রজ্ঞাপন দাবিতে কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:

কোটা বাতিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা প্রজ্ঞাপন আকারে বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি দিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন থেকে সংগঠনের নেতারা কর্মসূচির ঘোষণা দেন।

কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বুধবার সকাল ১১টায় সারাদেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে একযোগে মানববন্ধন পালিত হবে। কেন্দ্রীয় কর্মসূচি পালিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক রাশেদ খান, যুগ্ম-আহ্বায়ক নুরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ৮, ২০১৮ ১২:৩০ অপরাহ্ণ