৯ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৯:১২

প্রেসিডেন্ট হিসেবে ফের শপথ নিলেন ভ্লাদিমির পুতিন

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শপথ নিয়েছেন। সোমবার ক্রেমলিনে এক অনুষ্ঠানে চতুর্থ বারের মত দেশটির প্রেসিডেন্ট হিসেবে তিনি শপথ নেন। প্রায় দুই দশক দেশটির শাসক থাকার পর চলতি বছর তিনি আরো ছয় বছরের জন্য নির্বাচিত হলেন। খবর এএফপি’র।
পুতিন বলেন, ‘রাশিয়ার জন্য সম্ভাব্য সবকিছু করাই আমার দায়িত্ব এবং আমার জীবনের লক্ষ্য।’তিনি ১৯৯৯ সাল থেকে ক্ষমতায় থাকার পর গত মার্চে ৭৬ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। পুতিন অনুষ্ঠানে তার সমর্থনকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমি আমার দায়িত্ববোধ সম্পর্কে সচেতন।’ বাসস।
দৈনিকদেশজনতা/ আই সি
প্রকাশ :মে ৮, ২০১৮ ১০:১৪ পূর্বাহ্ণ