১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৮

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে তিনজনের নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে নাসিরনগর উপজেলার বালিখলা গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বৃষ্টির মধ্যে বালিখলা গ্রামের মনতু মিয়া (৪৮), শহিদ মিয়া (২৬), দিলু মিয়া (২৪), রেশম মিয়া (৩২) ও সিরাজ মিয়া (৪৮) স্থানীয় হাওরে মাছ ধরতে যান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মনতু মিয়া,শহিদ মিয়া ও দিলু মিয়া মারা যান এবং রেশম মিয়া ও সিরাজ মিয়া আহত হন। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দৈনিক দেশজনতা/ এমএইচ

 

প্রকাশ :জুন ১, ২০১৭ ২:৩১ অপরাহ্ণ