১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৯

অস্ট্রেলিয়ার বিপক্ষে দিবা-রাত্রির টেস্ট খেলবে না ভারত

স্পোর্টস ডেস্ক:      

দীর্ঘদিন ধরে বিষয়টি ঝুলছিল। অবশেষে নিজেদের অবস্থান জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। অস্ট্রেলিয়ার বিপক্ষে দিবা-রাত্রির টেস্ট খেলবে না ভারত। ক্রিকেট অস্ট্রেলিয়াকে (সিএ) আনুষ্ঠানিকভাবে তা জানিয়ে দিয়েছে বিশ্বের প্রভাবশালী বোর্ড। গেল দুই বছরে হোমগ্রাউন্ডে সব সিরিজেই একটি করে দিবা-রাত্রির টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে আসছে ভারতের বিপক্ষে সিরিজেই তেমনটি চেয়েছিল অস্ট্রেলিয়া। প্রথম দিকে তাতে সায় দিয়েছিল ভারতীয় বোর্ড।

তবে বেঁকে বসে ভারতীয় দল। এর মূল হোতা খোদ প্রধান কোচ রবি শাস্ত্রী। কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্সকে (সিওএ) তিনি সাফ জানিয়ে দেন, কোনোমতেইদিবা-রাত্রির টেস্ট খেলবেন না তারা। ভারতীয় দলে এখন নিয়মিত খেলা খেলোয়াড়দের মধ্যে কেবল চেতেশ্বর পূজারা ও মুরালি বিজয়ের গোলাপি বলে টেস্ট খেলার অভিজ্ঞতা আছে। তাও সেটি দলীপ ট্রফিতে। তাই ঝুঁকি নিতে চান না শাস্ত্রী।

তিনি মনে করেন, গোলাপি বলে টেস্ট খেলতে হলে ১৮ মাসের প্রস্তুতি দরকার। তা আমাদের নেই। তাই ঝুঁকি নেয়া যাবে না। বোর্ড সচিব অমিতাভ চৌধুরী এরই মধ্যে সেই বার্তা সিএপ্রধান জেমস সাদারল্যান্ডকে পৌঁছে দিয়েছেন। আগামী ডিসেম্বরে হবে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। ৬-১০ ডিসেম্বর অ্যাডিলেডে প্রথম টেস্ট দিয়ে গড়াবে সেই সিরিজ। সেই টেস্টটিই দিবা-রাত্রে খেলতে চেয়েছিল অস্ট্রেলিয়া।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ৮, ২০১৮ ১০:০৫ পূর্বাহ্ণ