স্পোর্টস ডেস্ক:
শুরুর দিকে ভালো করলেও ফিটনেস ও পারফরম্যান্সের কারণে আর জাতীয় দলে জায়গা হয়নি লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখনের। সর্বশেষ ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলেছিলেন তিনি। এরপর ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত হতে পারেননি তিনি। আর আসন্ন আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের জন্য ঘোষিত ৩১ সদস্যের প্রাথমিক স্কোয়াডে তা জায়গা পাবার আশা খুব কম।
কিন্তু ৩১ জনের বাইরের একজন হিসেবেই তাকে অনুশীলন ক্যাম্পে দেখা যাবে তাকে। কারণ তাকে নিয়ে ভবিষ্যত ছক করতে চান বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আর তাই তিনি নির্বাচকদের অনুরোধ করেছেন, জুবায়েরের বোলিংটা দেখার জন্য হলেও যেন তাকে অনুশীলন ক্যাম্পে রাখা হয়।
এ প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘সব দলেই লেগ স্পিনার আছে। আমাদের একজন লেগ স্পিনার থাকলে দলটা পূর্ণতা পাবে। জুবায়েরের টেস্ট খেলার অভিজ্ঞতা আছে। তা ছাড়া দুই মাস ধরে ও অনেক পরিশ্রম করেছে। সঙ্গে কোচ নিয়ে কাজ করেছে। ফিটনেস বাড়িয়েছে। অনুশীলনে বল করলে আমরা তার অবস্থাটা দেখতে পারব। সে জন্যই চেয়েছি ও যেন অন্তত অনুশীলনে থাকে।’
এছাড়াও জাতীয় দলে ফেরা নিয়ে জুবায়ের বলেছিলেন, ‘এখন অনুশীলন অনেক ভালো হচ্ছে। আগে এত ফিট ছিলাম না। এখন ফিট হয়েছি, ওজনও কমছে। অনুশীলন-সুবিধা পাচ্ছি। শুক্রবারও আমাকে উইকেট দেওয়া হয়। প্রতিদিন ২০ ওভারের মতো বোলিং করি কোচ শাহীন (হুমায়ূন কবির) ভাইকে নিয়ে। শাহীন ভাই যেভাবে বলেন সেভাবে অনুশীলন করে যাচ্ছি। বোলিংয়ে উন্নতিও হচ্ছে।’
দৈনিক দেশজনতা/ এন আর