১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৮

‘শামসেরা’-র ‘ফার্স্ট লুক’-এ অচেনা রণবীর

বিনোদন ডেস্ক:

যশ রাজ ফিল্মসের ব্যানারে এবার ফের এক অন্যরকম লুক নিয়ে দর্শকদের সামনে হাজির হলেন হৃষি কাপুর পুত্র।

আয়ান মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ নয়, এবার সামনে এল রণবীর কাপুরের পরবর্তী সিনেমা ‘শামসেরা’-র ‘ফার্স্ট লুক’।সবে সবে সামনে এল ‘শামসেরা’-র প্রথম ভিডিও।

সিনেমার ‘ফার্স্ট লুক’-এই যেন চেনা যাচ্ছে না রণবীর কাপুরকে। সঞ্জু-র টিজার হোক বা তামাশা কিংবা বরফি, ‘শামসেরা’-তে যেভাবে রণবীর কাপুরের চেহারার পরিবর্তন হয়েছে, তা দেখে চমকে উঠছেন অনেকেই। যশ রাজ ফিল্মসের ব্যানারে ‘শামসেরা’ পরিচালনা করছেন করণ মালহোত্রা। জানা যাচ্ছে, ২০১৮ সালের শেষ দিক থেকে ‘শামসেরা’-র শুটিং শুরু হবে।

‘ফার্স্ট লুকে’ ‘করম সে ডাকাত, ধরম সে আজাদ’ বলেই একটি মাত্র শব্দ শোনা যাচ্ছে রণবীর কাপুরের গলায়। যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ৭, ২০১৮ ৪:২৮ অপরাহ্ণ