১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:২১

শাওমির পণ্যের বাহার

নিজস্ব প্রতিবেদক:

চীনের শাওমিকে অনেকেই শুধু স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হিসেবেই চেনেন! কেননা, এদেশে শাওমির ফোন বেশ জনপ্রিয়। অনেকেই হয়তো জানেন না, শাওমি গৃহস্থালি পণ্যও উৎপাদন করে। শুধু কি তাই! আলপিন থেকে উড়োজাহাজ, কী নেই শাওমির পণ্যের বহরে। আছে সবই। সুটকেস থেকে ইলেকট্রিক টুথব্রাশ। সবই শাওমির দখলে।

শাওমির রাইস কুকার

রাইস-কুকারটির ধারণক্ষমতা থাকছে ৩ লিটার পর্যন্ত৷ নন-স্টিক উপাদানে তৈরি কুকারটি৷ এছাড়া, অ্যাপের মাধ্যমেও কন্ট্রোল করা যাবে এটিকে৷

শাওমি টুথব্রাশ

চার ধরণের স্পিড যুক্ত ব্রাশ এনেছে কোম্পানিটি৷ স্ট্যান্ডার্ড, হোয়াইটনিং এবং ম্যাসাজ এই তিনটি মোড থাকছে ব্রাশটিতে৷ ৷ একবার চার্জেই টুটব্রাসটি চলবে ৬০ দিন পর্যন্ত৷

শাওমি সুটকেস

ভ্রমণের উপযোগী সুটকেস তৈরি করে শাওমি। সুটকেস ছাড়াও আছে ট্রাভেল সরঞ্জাম। শাওমির সুটকেসের ওজন ২.৯ কেজি৷ বিভিন্ন ধরনের রঙে পাওয়া যাবে এটি৷

শাওমি ক্লক

ব্লুটুথ সংযুক্তিকরণের সুযোগ থাকছে এই মিউজিক্যাল অ্যালার্ম ক্লকটিতে৷

শাওমি ওয়াটার পিউরিফায়ার

ওয়াটার পিউরিফায়ারও বিক্রি করে শাওমি। চীনে এই পিউরিফায়ার বেশ জনপ্রিয়।

শাওমি ওয়ে স্কেল

বাজারে মিলছে শাওমি ডিজিটাল ওয়ে স্কেল। পণ্যটি  শাওমি সিলিকন মেটেরিয়াল দিয়ে তৈরি করেছে।

শাওমি জুতা

সম্প্রতি নতুন এক ধরনের স্মার্ট জুতা এনেছে চীনের রাইজিং স্টার শাওমি। এটি বিভিন্ন ফিটনেস ট্রেকার রয়েছে।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ৭, ২০১৮ ২:১২ অপরাহ্ণ