আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনের আরো ৩ নাগরিককে গুলি করে হত্যা করেছেন ইসরাইলের সেনাবাহিনীর সদস্যরা। গত ৩০ মার্চ বেদখল ঘরবাড়িতে ফেরার জন্য ফিলিস্তিনিরা ‘দি গ্রেট মার্চ ফর রিটার্ন’ বা ঘরে ফেরার যাত্রা শুরু করার পর এ নিয়ে ৫২ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরাইল। রোববার গাজা সীমান্ত এলাকায় তিনজনকে গুলি করে হত্যা করেন ইসরাইলি সেনারা।তিনজনের মধ্যে দুজনের নাম জানাতে পেরেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা হলেন- বাহা রহমান কুদিহ (২৩) ও মুহাম্মদ আবু রায়দা (২০)।
এর আগে গাজা ভূখণ্ডের মধ্যাঞ্চলে শনিবার এক বিস্ফোরণে ফিলিস্তিনি প্রতিরোধ সংস্থা হামাসের ছয়জন নিহত হয়েছেন। হামাসের সশস্ত্র শাখা এজেদিন আল-কাসাম ব্রিগেড এ ঘটনার জন্য ইসরাইলকে দায়ী করে জানিয়েছে, এ বিস্ফোরণে তাদের দলের সদস্যরা হতাহত হয়েছেন।
দৈনিকদেশজনতা/ আই সি