১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৮

গরীব রণবীরের বিদেশ ভ্রমণ!

বিনোদন ডেস্ক:

ছোটবেলায় রণবীর সিং নাকি গরীব ছিলেন! তাও আবার যেই-সেই গরীব না, তাঁরা শুধু সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া আর যুক্তরাষ্ট্রেই ঘুরতে যেতেন! বললেন, ‘আমাদের পরিবার আর্থিক দিক দিয়ে ততটা সচ্ছল ছিল না। তাই আমরা শুধু সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া আর যুক্তরাষ্ট্রেই ঘুরতে গেছি। যুক্তরাষ্ট্রেই সবচেয়ে বেশি গিয়েছি, কারণ সেখানে আমাদের অনেক আত্মীয় আছেন। আর ডিসেম্বরে গোয়া গিয়েছি।’

‘কনডে ন্যাস্ট ট্রাভেলার’ ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে রণবীর সিংয়ের এই মন্তব্য অনেকের হাসির খোরাক জুগিয়েছে। হাসিতে ফেটে পড়েছে টুইটার। তাঁকে নিয়ে একের পর এক ‘ট্রল’ তৈরি হয়। সেখানে লেখা হয়েছে, #ইউরণবীরসোপুওর।

অনেকেই মন্তব্য করেছেন, ‘রণবীর সিং গরীবের সংজ্ঞাই বদলে দিয়েছেন।’ আবার কেউ কেউ মন্তব্য করেছেন, ‘রণবীররা গরীব, তাই সব সময় তাঁরা যুক্তরাষ্ট্রে ঘুরতে গেছেন!’ কারও মতে, ‘হে সৃষ্টিকর্তা, আমাদের রণবীরের মতো গরীব বানিয়ে দাও।’

আবার কারও মতে, ‘গত শতকের নব্বই দশকে যে পরিবার নিয়মিত বিদেশে ছুটি কাটানোর জন্য গিয়েছে, তারা যদি গরিব হয়, তাহলে দেশের ৬৫ শতাংশ জনগোষ্ঠীর আর্থিক অবস্থা সম্পর্কে নতুন বিশেষণ খুঁজে বের করতে হবে।’

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ৭, ২০১৮ ১:০২ অপরাহ্ণ