আন্তর্জাতিক ডেস্ক:
নাইজেরিয়ার উত্তরাঞ্চলের কাদুনা রাজ্যের একটি গ্রামে ডাকাত-রক্ষীবাহিনী সংঘর্ষে কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে কাদুনা রাজ্যের পুলিশ প্রধান অস্টিন আইওয়ার সংবাদ সংস্থা এএফপিকে জানান, নিহত ৪৫ জনের মধ্যে ১২ জনকে শনিবার দাফন করা হয়। বাকি ৩৩ জনকে রবিবার দাফন করা হয়। তিনি আরও বলেন, ‘ওই অঞ্চলে শক্তিশালী রক্ষীবাহিনী ও ডাকাতদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়।’
স্থানীয় গণমাধ্যমের তথ্যানুসারে জানা যায়, ডাকাতরা কাদুনার বিরনিন গওয়ারি অঞ্চলের গওয়াসকা গ্রামে স্থানীয় সময় দুপুর আড়াইটায় হামলা চালায়। এ সময় ওই অঞ্চলকে রক্ষায় গঠিত রক্ষীবাহিনীরা বাধা দিলে ভয়াবহ সংঘর্ষ বাঁধে। নাইজেরিয়ার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ইব্রাহিম ইদ্রিস জানিয়েছেন, নজরদারির জন্য ঘটনাস্থলে ২০০ পুলিশ ও ১০টি প্যাট্রল গাড়ি মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, ওই গ্রামটি ডাকাতির জন্য কুখ্যাত। কারণ সেখানে জঙ্গলের বড় বড় ঝোঁপের আড়ালে আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে ডাকাতরা সহজেই লুকিয়ে পড়তে পারে।
দৈনিকদেশজনতা/ আই সি