১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৫

ভূমধ্যসাগরে বাংলাদেশিসহ উদ্ধার ১০৫

আন্তর্জাতিক ডেস্ক:

লিবিয়ার সমুদ্র উপকূল থেকে ইউরোপগামী ১০৫ অভিবাসীকে উদ্ধার করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রোববার প্রঅ্যাক্টিভা ওপেন আর্মস নামে স্পেনভিত্তিক সংগঠনটি এদের উদ্ধার করে। উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে বাংলাদেশ, মিসর, লিবিয়া, নাইজেরিয়াসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।

বার্তা সংস্থা এপির আলোকচিত্রীকে অভিবাসীরা বলেন, মানব পাচারকারী ও তাঁরা পৃথক নৌকায় ইউরোপের উদ্দেশে যাচ্ছিলেন। ভূমধ্যসাগরের মাঝখানে তাঁদের নৌযানের ইঞ্জিন খুলে নেয় পাচারকারীরা এবং চলে যায়। অনুকূল আবহাওয়া পরিস্থিতির মধ্যে সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপে যাত্রার হার বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবছর লাখো অভিবাসী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করছে। অনেকেই মাঝপথে নৌডুবিতে মারা গেছে। বেশির ভাগ ক্ষেত্রে নৌযানগুলো সমুদ্রপথের জন্য অনুপযোগী।

এর আগে গত শুক্র ও শনিবার ৪৭৬ অভিবাসীকে উদ্ধারের কথা জানিয়েছে স্পেনের সমুদ্র উপকূলবর্তী উদ্ধারকারী দল। তারা আফ্রিকার উপকূল থেকে ইউরোপে যাওয়ার চেষ্টা করছিল। কর্মকর্তারা বলছেন, ১৫টি ছোট নৌকা থেকে এসব অভিবাসীকে তীরে নামানো হয়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জাতিসংঘ বলছে, চলতি বছর ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ৬১৫ জন অভিবাসী মারা গেছেন। মোট ২২ হাজার ৪৩৯ জন ইউরোপে পৌঁছেছেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ৭, ২০১৮ ১১:২৬ পূর্বাহ্ণ