১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩০

আফগানিস্তানে মসজিদে বোমা হামলা: নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোস্তপ্রদেশের একটি মসজিদে বোমা হামলায় অন্তত ১৯ মুসল্লি নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় মাগরিবের নামাজ আদায়ের জন্য মুসল্লিরা মসজিদে সমবেত হলে শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটানো হয় বলে জানিয়েছেন প্রাদেশিক পুলিশের মুখপাত্র বাসির বিনা।

তিনি জানান, মসজিদটি ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়। আগামী অক্টোবরে আফগানিস্তানে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। পুলিশের মুখপাত্রের ধারণা, বোমাটি আগে থেকে মসজিদে পেতে রাখা হয়েছিল। জঙ্গিদের পক্ষ থেকে এটি আত্মঘাতী হামলা ছিল না বলে তিনি জানান।

খোস্তপ্রদেশের পুলিশপ্রধান আবদুল হানান বলেন, তিনি মনে করছেন- মসজিদের ভেতর ভোটার রেজিস্ট্রেশনের জন্য যেসব তাঁবু স্থাপন করা হয়েছে, সেগুলোর কোনো একটির ভেতরে তালেবান বোমাটি পেতে রেখেছিল। কোনো জঙ্গিগোষ্ঠী খোস্তপ্রদেশের মসিজদে বোমা হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে এ ধরনের হামলা সাধারণ তালেবান জঙ্গিগোষ্ঠী চালিয়ে থাকে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ৭, ২০১৮ ১১:০৩ পূর্বাহ্ণ