১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩১

আজ চতুর্থ মেয়াদে শপথ নেবেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক :

ভ্লাদিমির পুতিন চতুর্থ দফায় রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন সোমবার। গত মার্চে নির্বাচনে জয়ী হওয়ার পর আজ তিনি শপথ নেবেন। প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী হিসেবে গত ১৮ বছর ধরে ক্ষমতায় রয়েছেন পুতিন। বিরোধীরা তার এই শাসনকে জার কিংবা সম্রাটের শাসনের সঙ্গে তুলনা করছেন।

পুতিনের শপথ গ্রহণকে কেন্দ্র করে ব্যাপক সংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। শনিবার পুতিন বিরোধী ও দাঙ্গা পুলিশের মধ্যে মস্কোসহ দেশটির বিভিন্ন শহরে সংঘাত হয়। সোমবারের শপথ গ্রহণকে কেন্দ্র করে নতুন করে সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, সোমবার পুতিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে ২০১২ সালের চেয়ে জনসমাগম কম হতে পারে। তথ্য : বিবিসি

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ৭, ২০১৮ ১০:৫০ পূর্বাহ্ণ