১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৮

অবশ্যই আমরা সবাই আশাবাদী বললেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক:

মাশরাফি বরাবরই রসিকতা করেন। চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বেধনী ম্যাচ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের শুরুতে সেই মেজাজেই ছিলেন। বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ নিয়ে এক সাংবাদিক হুট করেই প্রশ্ন করে বসেন, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে কত দূরে? উত্তরে মাশরাফি হেসে বলেন, ‘মাত্র এক হাত দূরে’।তবে বাংলাদেশের সেই সাংবাদিকের প্রশ্নটি যে তা ছিল না, সেটা ভালোভাবেই জানেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি মতুর্জা।কারণ গ্রুপে ইংল্যান্ড বাদে রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দল। বাংলাদেশ দলপতি ভালো করেই জানেন চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াইটা কতটা কঠিন হতে যাচ্ছে।মাশরাফির বক্তব্য, “অবশ্যই আমরা সবাই আশাবাদী। মানুষ ভেবে নিচ্ছে আমরা সহজেই এই ট্রফি জিততে পারবো কিন্তু বাস্তবতা কঠিন। তাদের বুঝতে হবে আমরা কোথায় আছি।”“মূল বিষয় হলো আমরা ভালো খেলবো কি না। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন আমরা ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ১০ থেকে ৯ এ, ৯ থেকে ৭ এ এবং ৭ থেকে ছয়ে উঠে এসেছি। র‍্যাঙ্কিংই বলে দেয় আমাদের উন্নতির গ্রাফটা এবং এটাই গুরুত্বপূর্ণ আমার জন্য।”মাশরাফি আরো জানান, চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াইয়ে টিকে থাকতে হলে নিজেদের সেরাটা দিয়েই থাকতে হবে। “সত্যি বলতে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে সবাই অনেক আশাবাদী। কিন্তু মূল বিষয় এই টুর্নামেন্টে টিকে থাকতে হলে নিজেদের সেরাটাই দিতে হবে।”

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ১, ২০১৭ ২:০০ অপরাহ্ণ