১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪৪

দিনাজপুরে পাসের হার ৭৭.৬২ শতাংশ

অনলাইন ডেস্ক :

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার পাসের হার ৭৭ দশমিক ৬২ শতাংশ।

রবিবার দুপুরে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান বলেন, চলতি বছর দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৮৬ হাজার ৮৬০ জন পরীক্ষার্থী। প্রকাশিত ফলাফলে মোট পাসের হার দাঁড়িয়েছে ৭৭ দশমিক ৬২ শতাংশ। এবার দিনাজপুর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৭৫৫ জন শিক্ষার্থী।

চলতি ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ৮টি জেলার ২ হাজার ৬১৪টি বিদ্যালয় থেকে ২৬০টি কেন্দ্রের মাধ্যমে এক লাখ ৮৬ হাজার ৮৬০ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৯৫ হাজার ৮৩৬ জন ও ছাত্রী ৯১ হাজার ২৪ জন।

দৈনিক দেশজনতা/ টি এইচ
প্রকাশ :মে ৬, ২০১৮ ২:০৩ অপরাহ্ণ